চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকোতে পাহাড় কাটার উৎসব চলছে। বিলীন হতে চলেছে প্রকতির লীলাভূমি। কিন্তু সম্পূর্ণ নির্লিপ্ততা আছে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন। গোপন সূত্রে জানা যায়, ফটিকছড়ির দাঁতমারা ইউপির হেঁয়াকো বাজারের পূর্ব পার্শ্বে অবস্থিত অলিপুর গ্রামের বাসিন্দা জনৈক আবছার...